সংক্ষিপ্ত বিবরণী | বিস্তারিত বিবরণ |
মানিকগঞ্জ জেলাটি রাজধানী ঢাকার অদূরে অবস্থিত হলেও শিল্প-বাণিজ্যের আশানুরূপ অগ্রগতি হয়নি। এ জেলায় তিন ধরণের শিল্প কারখানা গড়ে উঠেছে।
ক) বৃহৎ শিল্প খ) মাঝারী শিল্প গ) ক্ষুদ্র শিল্প
| (ক) বৃহৎ শিল্পঃ
আকিজ পার্টিকেল লিঃ - ১৯৯৮-৯৯ সালে প্রতিষ্ঠিত। মোট জমির পরিমান ৩.৮১৮৫ একর। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা নামক স্থানে এ শিল্প কারখানাটি গড়ে উঠেছে।
বসুন্ধরা ষ্টীল কমপেক্স লিঃ - মানিকগঞ্জ জেলার সদর উপজেলার জাগীর ইউনিয়নে গোলড়া চরখন্ডে ২১.০০ একর জমির উপর বসুন্ধরা ষ্টীল কমপ্লেক্স গড়ে উঠেছে। এছাড়াও বিসিক শিল্প নগরীতে ৩৭.০০ একর জমির উপর আকিজ টেক্সটাইল, ১৭.০০ একর জমির উপর রাইজিং নীট টেক্সটাইল, ১২.০০ একর জমির উপর তারাসীমা এ্যাপারেল স্থাপিত হয়েছে।
১) নাঈম ফেব্রিক্স লিঃ ২) বাংলাদেশ এ্যাপারেল এক্সেসরিজ লিঃ ৩) রয়েল টাওয়েলস (প্রাঃ)লিঃ ৪) এ্যালবাট্রোস ফেব্রিক্স (প্রাঃ)লিঃ ৫) কালাম কটন এন্টারপ্রাইজ ৬) ইয়ার্ন কনসার্ন লিঃ ৭) আর,টি,এন নিটিং লিঃ ৮) এ্যাথারটন ইমরেক্স কোঃ লিঃ ৯) বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ড্রাঃ লিঃ ১০) নিশা টোলার্জিক্যাল ইন্ড্রাঃ লিঃ ১১) জে এন্ড জে এসেনসিয়াল প্রোডাক্টস লিঃ (ইউনিট-২) ১২) করবেল ইন্টারন্যাশনাল লিঃ ১৩) চিশতি পি,ভি,সি ইন্ড্রাঃ লিঃ ১৪) জে এন্ড জে এসেনসিয়াল প্রোডাক্টস লিঃ ১৫) করবেল কেমিক্যাল ইন্ড্রাঃ লিঃ ১৬) করবেল কেমিক্যাল ইন্ড্রাঃ লিঃ ( ইউনিট-২) ১৭) মেসার্স ফ্যামিলি প্রোডাক্টস কোং লিঃ ১৮) রিফ্রেক্স (প্রাঃ) লিঃ ১৯) সুপার সাইন ইন্ড্রাঃ (ইলেকট্রিক্যাল ) লিঃ ২০) নাগার গার্ডেন (প্রাঃ) লিঃ ২১) ঢাকা ফুড প্রোডাক্টস ২২) টেষ্টি ফুড প্রোডাক্টস ২৩) কর্ণভিট ফুড প্রোডাক্টস ২৪) নাসিম কেমিক্যাল এন্ড ফুড ওয়ার্কস ২৫) বাংলাদেশ কেমিট্যাক্স (প্রাঃ) লিঃ ২৬) রিলায়েবল মেটাল ইন্ড্রাঃ লিঃ ২৭) এলুমিনা (প্রাঃ) লিঃ ২৮) ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস
(গ)ক্ষুদ্র শিল্প ঃ ৯৪৫ টি।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস