Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাগির ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিউলি আক্তারের মৃত্যুবরণ করায় সংরক্ষিত সদস্য ওয়ার্ড শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি
বিস্তারিত

যেহেতু মানিকগঞ্জ জেলাধীন মানিকগঞ্জ সদর উপজেলায় জাগির ইউনিয়ন পরিষদের  ০৭, ০৮, ০৯ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা নির্বাচিত সদস্য শিউলী আক্তার, পিতা: মৃত ইসমাইল হোসেন,  মাতা: দেলোযারা বেগম, গ্রাম: মত্ত,  ডাকঘর: জাগির, ইউপি: জাগির, উপজেলা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ গত ১৮.০৭.২০২৩ তারিখ আনুমানিক সকাল  ১০.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন মর্মে চেয়ারম্যান, জাগির ইউনিয়ন পরিষদ, মানিকগঞ্জ সদর এর  ১৯.০৭.২০২৩ তারিখের জা:ইউপি/মা:সা:/২০২৩-১২০ নং স্মারকমূলে নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করেছেন।


এমতাবস্থায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৫ এর (২) উপধারার (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে আমি জ্যোতিশ্বর পাল, উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর সর্বসাধারণের জ্ঞাতার্থে ১৯.০৭.২০২৩ তারিখ হতে  জাগির ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পদটি শূন্য ঘোষণা করলাম।

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/07/2023
আর্কাইভ তারিখ
31/12/2023