গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মানিকগঞ্জ সদর।
স্মারক নং-০৫.৩০.৫৬৪৬.০০১.০০.০০৩.২০১৫-৫১(সং) তারিখঃ ২৭-০১-২০১৬ খ্রিঃ ।
বিষয়ঃ জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুসারে এককালীন লাম্প গ্র্যান্ট উত্তোলনের সংশোধিত মঞ্জুরী প্রদান প্রসঙ্গে।
সূত্রঃ স্মারক নং-০৫.৩০.৫৬০০.২০৫.০২.০০৪.১৪-৫২১ তারিখঃ ২৫ নভেম্বর ২০১৫ ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেÿÿতে জানানো যাচ্ছে যে, অত্র কার্যালয়ের অফিস সুপার (পিআরএলরত) জনাব মীর মিরাজ আলীর বয়স ০১-১০-২০১৫ খ্রিঃ তারিখে ৫৯ বৎসর পূর্ণ হওয়ায় ০২-১০-২০১৫ খ্রিঃ তারিখ হতে ০১-১০-২০১৬ খ্রিঃ তারিখ পর্যমত্ম পূর্ণ গড় বেতনে অবসর উত্তর ছুটিসহ ১২ (বার) মাসের বেতনের সমপরিমান অর্থ ১,৬৮,৬৯৬/- টাকা এককালীন লাম্প গ্র্যান্ট মঞ্জুর করা হয়। জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুসারে ১২ মাসের স্থলে ১৮ মাসের লামগ্র্যান্ট প্রাপ্য। বর্তমানে তার মূলবেতন ১৭,৯৬০/-টাকা।তদানুসারে সংশোধিত মঞ্জুরী আদেশ প্রদানের জন্য তিনি আবেদন করেছেন। তার আবেদন ও চাকুরী বহি মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো এবং সংশোধিত মঞ্জুরী আদেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তঃ বর্ণনামতে
(মুহাম্মদ শাহাদত খন্দকার)
উপজেলা নির্বাহী অফিসার
মানিকগঞ্জ সদর।
ফোনঃ ৭৭১০৫৩৯
জেলা প্রশাসক
মানিকগঞ্জ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস