পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, কালিগঙ্গা বিধৌত মানিকগঞ্জ সদর, শিবালয় ,দোহার ও সিংগাইর এর সন্ধি স্থলে কুমুল্লী গ্রামের এক ক্ষনজন্মা সিংহ পুরুষ জনাব প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন তার স্বনাম ধন্য পিতা বিশিষ্ট বুদ্ধিজীবি জনাব বাচ্চু মিয়ার নামে ০১/০১/২০১২ইং তারিখে কুমুল্লী বাচ্চু মিয়া মডেল হাই সআকুল নামে বিদ্যালয়টিপ্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৫৮ জন । শিক্ষার গুনগত মান সন্তোষ জনক। জে.এস.সি পরীক্ষার ফলাফলও সন্তোষ জনক। সর্বোপরি বিদ্যারয়টি সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম। মানিকগঞ্জ জেলায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যাহা অতি অল্প সময়ে প্রতিষ্ঠিত হলেও সর্বগুনে গুনান্বিত হয়ে অনবদ্য হৃদ কম্পনে প্রবাহিত ঢেউ তুলতে সক্ষম। ঢেউ এর স্রোতে উদ্ভাসিত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবী করেছেন ।
নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত। মোট সদস্য সংখ্যা -০৫ জন । ইহা ছাড়াও একটি সার্বজনীন সাংগঠনিক কমিটিও বিদ্যমান।
পরীক্ষার নাম ২০১৩ ২০১৪
জে.এস.সি ৬১% ৭৮%
স্বল্প সময়ে সু সংগঠিত ছাত্র সমাজ ও গুনগত শিক্ষার মান।
একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ।
কুমুল্লী বাচ্চু মিয়া মডেল হাই স্কুল।
গ্রামঃ কুমুল্লী, ডাকঘরঃ বরুন্ডী
উপজেলাঃ মানিকগঞ্জ সদর,জেলাঃ মানিকগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস