সংক্ষিপ্ত বর্ণনা
বরুন্ডী উচ্চ বিদ্যালয়টি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভূমির পরিমান ৩৫০ শতাংশ। ১৯৮৪ সালে বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়। বরুন্ডী উচ্চ বিদ্যালয়ের ভবন সংখ্যা ৫টি, দুইটি পাকা ভবন, ১ টি আধা পাকা ভবন, দুইটি কাঁচা ভবন, বর্তমানে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৪৯ জন, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ১২ জন ।
মানিকগঞ্জ সদর উপজেলার সর্ব দক্ষিনে হাটিপাড়া ইউনিয়নের অবেহেলিত শিক্ষা বঞ্চিত অজপাড়া গায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কালীগঙ্গা নদীর দক্ষিন পাড়ে বরুন্ডী গ্রামে ১৯৮২ খ্রিঃ সনের ৪ঠা জানুয়ারী বরুন্ডী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । এলাকার শিক্ষা সচেতন সর্বস্তরের ব্যক্তি বর্গের আর্থিক, নৈতিক ও দৈহিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতাদের মধ্য যাঁরা অগ্রনী ভূমিকা পালন করেছেন তাঁরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, বাবু রমেশ চন্দ্র সরকার, আব্দুল বাছের মিয়া, বাবু তুষ্ট চরণ মন্ডল, আব্দুল ওয়াহিদ বিশ্বাস, বাবু গোপাল চন্দ্র মন্ডল, রেজাউল করিম বিশ্বাস,আবেদ আলী বেপারী, বাবু মাধব চন্দ্র রায় । বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার অনেক শিক্ষিত যুবকেরা বিনা পারিশ্রমিকে শিক্ষক হিসাবে পাঠদান করেন। পযায়ক্রমে ছাত্র/ছাত্রী সংখ্যা বৃদ্ধি পায় এবং এস.এস.সি পরীক্ষায় কাংখিত ফলাফল অর্জনে সমর্থ হয় ।
০১। জনাব মুন্জুর রহমান মুন্নু সভাপতি
০২। বাবু সুভাস চন্দ্র সরকার শিক্ষক প্রতিনিধি
০৩। জনাব মোঃ হজরত আলী ”
০৪। জনাব সুফিয়া আক্তার ”
০৫। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক অভিভাবক সদস্য
০৬। জনাব আব্দুল কুদ্দুস ”
০৭। জনাব মোঃ সাইফুল খান ”
০৮। জনাব সিকান্দার আবু জাফর ”
০৯। জনাব লিপি বেগম ”
১০। জনাব মোস্তাফিজুর রহমান কো-অপ্ট সদস্য
১১। জনাব মোঃ হুমায়ন মোল্লা প্রধান শিক্ষক/ সদস্য সচিব
সন | পরীক্ষার্থী | কৃতকায | পাশের হার |
এস.এ.সি | |||
২০১৪ | ৩৮ | ৩৬ | ৯৪.৭৪% |
২০১৩ | ৬১ | ৫১ | ৮৩.৬১% |
২০১২ | ৩৫ | ৩৫ | ১০০% |
২০১১ | ৪৩ | ৩৮ | ৮৮.৩৭% |
২০১০ | ৫০ | ৩২ | ৬৪.০০% |
জে.এস.সি | |||
২০১৪ | ৭২ | ৫০ | ৬৯.৪৪% |
২০১৩ | ৭৯ | ৬৩ | ৮১.৮২% |
২০১২ | ১০০ | ৮৯ | ৮৯.০০% |
২০১১ | ৭০ | ৩৯ | ৫৫.৭১% |
২০১০ | ৮০ | ৪৫ | ৫৬.২৫% |
২০১০ সালে জিপিএ ৫.০০ একজন
পাশের হার বৃদ্ধি ও পরিবেশ উন্নয়ন
ফলাফল ভাল করা সহ আদর্শ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করা ।
গ্রামঃ বরুন্ডী, ডাকঘরঃ বরুন্ডী, উপজেলা+জেলাঃ মানিকগঞ্জ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস