রাজিবপুর আদর্শ কলেজ মানিকগজ্ঞ জেলার সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামে ছায়া ঘেরা প্রাকৃতিক শোভামন্ডিত পরিবেশে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা বিস্তারের একটি প্রতিষ্ঠান।
বিশিষ্ট শিক্ষানুরাগী, কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, মরহুম জনাব মোঃসফি উদ্দিন স্থানীয় বিদ্যুৎসাহী গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতায় কৃষ্ণপুর ও তার আশেপাশের অঞ্চলের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষে প্রতিষ্ঠা করেন তাঁর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান“ রাজিবপুর আদর্শ কলেজ”।স্থানীয় শিক্ষিত যুবকদের মধ্যে অন্যতম মোঃ নূর হোসেন, আবু হানিফসহ ব্র্যাক ও প্রশিকার কর্মকর্তাবৃন্দ, কৃষ্ণপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন অহমেদ, জনাব আব্দুল হামিদ এবং জাতীয় সংসদ সদস্য মরহুম নিজামুদ্দিন খান, মরহুম মোঃ ইয়াছিন আলী, জনাব মোঃ হানিফ আলী (এ.টি.ই.ও), জনাব আঃ বারেক, মরহুম তাহের উদ্দিন, জনাব আজহারুল ইসলাম (সাবেক অধ্যক্ষ, খাবাশপুর আদর্শ কলেজ), জনাব মোঃ আঃ হামিদ (বীর মুক্তিযোদ্ধা), জনাব ওবায়দুল হক(প্রাক্তন চেয়ারম্যান. ধানকোড়া ইউনিয়ন পরিষদ), জনাব ফজলুল হক (তারামিয়া) ও জনাব দেলোয়ার হোসেন (দাতা) -এদের প্রাণান্ত চেষ্টায় ও সার্বিক সহযোগিতায় প্রাক্তন অধ্যক্ষ জনাব এস.এম. জুয়াহেরুর রহমান (জুয়েল) ১০ জন প্রভাষক নিয়ে মানবিক, বানিজ্য ও বিজ্ঞান শাখায় ছাত্র-ছাত্রি ভর্ত্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেন, যাদের মধ্যে জনাব মোঃ খেরশেদ আলম, বাবু আশুতোষ রায় ও বাবু কালি দাস চন্দ্র সরকার এখনো এ কলেজে শিক্ষকতা পেশায় কর্মরত।এছাড়া তৎকালিন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস মরিয়ম বেগম, সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব কর্ণেল মালেক, জনাব ইকবাল হোসেন খান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ খোরশেদ আলমের সক্রিয় সহযোগিতায় ২০০০ খ্রিস্টাব্দে কলেজটি এম.পি.ওভুক্ত হওয়ার পর ২০০১ খ্রিস্টোব্দের ২০ শে আগস্ট দায়িত্ব গ্রহণ করে বর্তমান অধ্যক্ষ জনাব মোঃ আনিনুল ইসলাম অদ্যাবধি কলেজের ফলাফলসহ সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে কলেজের ঐতিহ্য বজায় রেখে চলেছেন।
ক্রমিক | নাম | পদবি |
০১ | জনাব রুবিনা হামিদ | সভাপতি |
০২ | জনাব শামসুল হক | দাতা সদস্য |
০৩ | জনাব আব্দুল মোতালেব | অভিভাবক সদস্য |
০৪ | জনাব দেবেন্দ্র চন্দ্র সরকার | অভিভাবক সদস্য |
০৫ | জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন | অভিভাবক সদস্য |
০৬ | জনাব মোঃ সাইফুল ইসলাম (সিদ্দিক) | অভিভাবক সদস্য |
০৭ | জনাব মঞ্জু রাণী বিশ্বাস | অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) |
০৮ | জনাব এ. এইচ. এম ওমব ফারুক | শিক্ষক প্রতিনিধি |
০৯ | জনাব জাকারিয়া হোসেন | শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাব মুনিরা বেগম | শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) |
১১ | অধ্যক্ষ, রাজিবপুর আদর্শ কলেজ, মানিকগঞ্জ। | সদস্য সচিব |
১২ | জনাব মোঃ আঃ হামিদ | কো-অপ্ট সদস্য |
পাশের সন | মোট পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১৪ | ১১৬ | ৭১.৫৫% |
২০১৩ | ৭৩ | ৭৯.৪৫% |
২০১২ | ৭২ | ৬৩.৮৯% |
২০১১ | ৭৬ | ৭৭.৬৩% |
২০১০ | ১০৩ | ৭১.৮৪% |
অবকাঠামোসহ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের যথেষ্ঠ সাফল্য অর্জিত হয়েছ।
স্নাতক ও স্নাতক সম্নান কোর্স চালুকরণ।
মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হতে বাসে রাজিবপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। রাজিবপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশ্বেই রজিবপুর আদর্শ কলেজ অবস্থিত। মোবাইল নম্বর : ০১৭১০৯০২৮০৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস