‘‘স্যার একসময় মাইনসের বাড়িতে থাকতাম, ভাড়া দিতে না পারলে ঘরে তালা দিয়ে রাখতো, তখন বাইরে রাস্তায় থাকতে অইতো”
একে আজাদ
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
০১৭১২০৫৫১২৯
মুজিব শতবর্ষ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণে ৪ ধাপে ১৪৬টি পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ গত ২২ শে মার্চ ২০২৩ তারিখে ৪র্থ ধাপের ৩১টি সুবিধাভোগী পরিবারকে ০২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়।
মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়া ইউনিয়নাধীন ভাঙ্গাবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে গৃহপ্রাপ্ত উপকারভোগী ঝর্না বেগম প্রতিবেদককে জানান, “স্যার একসময় মাইনসের বাড়িতে থাকতাম, ভাড়া দিতে না পারলে ঘরে তালা দিয়ে রাখতো, তখন বাইরে রাস্তায় থাকতে অইতো।” কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, এতো দিন মানুষের বাড়িতে ভাড়া থাকতাম, অন্যের বাড়িতে কাজ করতে গেলে ছেলেমেয়ে নিয়ে যাইতে পারতাম না, ভাড়া বাসায় একা রেখেও যাইতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিছে, জমি দিছে এখন নিজের বাড়িতে ভালই আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহ কাছে দোয়া করি, তিনি যেন বারবার প্রধানমন্ত্রী হোন। ”
ভাঙ্গাবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী রিজিয়া বলেন, ‘কোনদিন ভাববার পারিনাই যে আমার একখানা ঘর অইবো, মাইনষে সম্বন্ধ করবার চাইতোনা ঘর বাড়ি নাই বইলা, আইজকে নিজের একখানা ঘর অইসে, আমি অনেক খুশি।’
মানিকগঞ্জ সদর উপজেলাধীন ভাড়ারিয়া ইউনিয়নের ভাঙ্গাবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা যায় স্বল্প জায়গায় হাঁস-মুরগী, ছাগল পালন, পেঁপে, লাউ, মরিচ ইত্যাদি চাষ করে পরিবারের চাহিদা মেটাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপকারভোগী পরিবারগুলো। পরিবার পরিজন নিয়ে পূর্বের তুলনায় ভালোই আছেন তারা। ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন যাতে তারা পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে পারে।
মানিকগঞ্জ সদর উপজেলার ইউএনও জ্যোতিশ্বর পাল বলেন, আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত পরিবারগুলো যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তাদেরকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে। নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। পরিবারগুলোর মধ্যে শাক-সবজির বীজ, সার এবং হাঁস-মুরগী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। অসহায় এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে সরকারের সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS